Tuesday, July 15, 2025
Google search engine
Homeঅন্যান্নসোনারগাঁয়ে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন

সোনারগাঁয়ে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন


মোঃ নুর নবী জনিঃ-
উৎসবমুখর পরিবেশে সারাদেশে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।  এ উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা প্রশাসনের নানা আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় পহেলা বৈশাখ।


সোমবার পহেলা বৈশাখ সকালে উপজেলা পরিষদ থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করা হয়, শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভট্টপুর ঐতিহাসিক বউ মেলায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নতুন বছরকে স্বাগত জানিয়ে রং-বেরঙের প্লেকার্ড, বাঘ,প্যাঁচা,ফল, রাজা,রানী সহ নানা রকমের মুখোশ ও রঙিন কাগজের নকশা আঁকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের ও চারুকলার শিক্ষার্থীরা।  


পরে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করাসহ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে বাংলা নববর্ষ উপলক্ষে সোনারগাঁ উপজেলা পরিষদসহ পুরো এলাকা বর্ণিল সাজে সাজানো হয়,আয়োজন করা হয় বৈশাখী মেলা ও চড়ক পূজা। 


শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল মোরশেদ,  সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল) সেগুপ্তা মেহনাজ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান,নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচলসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন  রাজনীতিক ব্যক্তিবর্গসহ সর্বসাধারণ । 


এদিকে সোনারগাঁও জাদুঘরের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ও বর্ষবরণে আনন্দ শোভযাত্রা বের করা হয়। এ উপলক্ষে সোনারগাঁ জাদুঘরে ১৫ দিনব্যাপী মেলা আয়োজন করা হয়, আয়োজনকে আকর্ষনীয় করতে বর্ণিল সাজে সাজানো হয় সোনারগাঁও জাদুঘর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments