Home অপরাধ সোনারগাঁয়ে বিদেশি মদসহ গ্রেপ্তার-২

সোনারগাঁয়ে বিদেশি মদসহ গ্রেপ্তার-২

0
5


মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিফাত ও এনামুল হক নামে দুই মাদক কারবারিকে বিদেশি মদসহ গ্রেপ্তার করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) ভোরে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে রিফাত (২০) ও একই এলাকার মৃত সুরুজ্জামানের ছেলে এনামুল হক(১৯) এসময় গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে, পরে মাদকদ্রব্য নিযন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here