Sunday, July 13, 2025
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশের অভিযানে...

সোনারগাঁয়ে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশের অভিযানে গ্রেফতার-১


মোঃ নুর নবী জনিঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছোট কোরবানপুর (মাদলাপাড়া) এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ কে কেন্দ্র করে শাহজাহান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামী ইমরান (৪২)কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী। এর আগে বুধবার রাত সারে ১০ টায় উপজেলার কাঁচপুর এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

চাঞ্চল্যকর হত্যা মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামী মোঃ ইমরান হোসেন ওরফে ইমরান সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপির ছোট কুরবানপুর এলাকার মৃত আশেক আলী ওরফে হাসুর ছেলে। 

নিহত মাদক ব্যবসায়ী শাহজাহানও একই এলাকার পার্শ্ববর্তী দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে।

উল্লেখ পূর্ব শত্রুতার জের ধরে ছোট কোরবানপুর (মাদলাপাড়া) এলাকায় মাদক ব্যবসায়ী ইমরান ও বিজয়সহ ৬ থেকে ৭ জনের সন্ত্রাসী শাহজাহানকে গত বৃহস্পতিবার( ২৮ নভেম্বর) সন্ধ্যায় মোবাইল ফোনে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারীভাবে কুপিয়ে রক্তাক্তজখম করে। এ সময় তার ডাকচিৎকারে আশেপাশে লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা রাজধানীর মালিবাগে প্রাইম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গত সোমবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর শাহজাহান হত্যা মামলার প্রধান আসামী মোঃ ইমরান হোসেন নামে একজনকে গ্রেফতার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার জন্য বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরোও জানান বাকি আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments