Thursday, November 13, 2025
Google search engine
Homeজাতীয়সোনারগাঁয়ে "মান্দারপাড়া ব্রীজ" উদ্বোধন করলেন এমপি খোকা

সোনারগাঁয়ে “মান্দারপাড়া ব্রীজ” উদ্বোধন করলেন এমপি খোকা

মোঃ নুর নবী জনিঃ-বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নারায়নগঞ্জ সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও, বারদী ইউনিয়ন সংযোগ সেতু “মান্দারপাড়া ” ব্রীজের শুভ উদ্বোধন ঘোষণা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও  নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা। 

সোমবার বিকেলে উপজেলার বারদী ইউনিয়নের মান্দার পাড়া এলাকায় এ ব্রিজ এর উদ্বোধন করা হয়। 

ব্রীজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এ্যাড. সামসুল ইসলাম ভূঁইয়া,উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল ইসলাম,নারায়ণগঞ্জ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) কর্মকর্তা আহসান উল্লাহ,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সোনারগাঁ উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান সামসুল আলম সামসু, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেওয়ানউদ্দিন চুন্নু,সদস্য-সচিব সাইদুর রহমান সবুর, জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতালেব ভুইঁয়া, বৈদ্যোর বাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি,  সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার,যুগ্ম আহবায়ক নাসরিন সুলতানা পান্না, উপজেলা জাতীয় যুব-সংহতির আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু প্রমুখ। 

উল্লেখ্য ৩ কোটি সাতাশি লক্ষ পয়ষট্টি হাজার পাঁচশত ছত্রিশ টাকা ব্যায়ে প্রায় ২১৫ ফুট দৈর্ঘ্যের এই ব্রীজটি নির্মাণ করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নিজস্ব (IRRDP) অর্থায়নে এই ব্রীজ নির্মাণ করা হয় এতে সময় লাগে প্রায় দুই বছর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments