Saturday, November 8, 2025
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে মেঘনা নদীতে অভিযান,৫ জেলেকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড

সোনারগাঁয়ে মেঘনা নদীতে অভিযান,৫ জেলেকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মেঘনা নদী এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে এক লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এসময় ৫ জেলেকে আটক করা হয়। তবে কোনো ইলিশ উদ্ধার করা যায়নি।

বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

জানা গেছে ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ থাকছে আগামী ২রা নভেম্বর পর্যন্ত। টানা ২২ দিন ইলিশ রক্ষায় সোনারগাঁয়ের মেঘনা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিনার (ভূমি) মো. ইব্রাহীম মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে ৫ জন আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ব্যবহারকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সিনিয়র মৎস কর্মকর্তা জেসমিন আক্তার, সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকারসহ উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তাগন।

কারাদণ্ড প্রাপ্ত জেলেরা হল:- মেঘনা উপজেলার বড়য়াকান্দি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো. সিদ্দিকুর রহমান, একই গ্রামের আবদুল কাদিরের ছেলে মো. হোসেন, আবদুর সাত্তারের ছেলে মো. কামাল, আড়াই হাজার উপজেলার চর লক্ষীপুর গ্রামের রহম আলীর ছেলে জসীমউদ্দিন ও সোনারগাঁ উপজেলার রঘুবার চর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মো. সোহেল মিয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments