Sunday, August 31, 2025
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক -১

সোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক -১


আজকের সংবাদ ডেক্সঃ
-অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ পারভেজ রানা রাব্বি (৩৩) নামের এক যুবকে আটক করেছে র‍্যাব-১১র একটি অভিযানের দল। 

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউপির আষাড়িয়ার চর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা মটর সাইকেল এর তেলের টাংকি থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব। 

আটককৃত রাব্বি সদরের পাইকপাড়া শাহসুজা সড়ক (জয় গোবিন্দ স্কুলের পিছনে) এলাকার আশরাফ আলীর ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের আষাড়িয়ার চর এলাকায় থেকে অবৈধ মাদকদ্রব্য ১১০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য বাচ্চাদের সংযুক্ত থাকায় একটি একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রাব্বি জানিয়েছে যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত রানার দেওয়া তথ্য মতে একটি বিশেষ কৌশলে মোটরসাইকেলটির সীটের নীচে ও তেলে টাংকির ভিতরে করে ওই মাদকগুলো উদ্ধার করা হয়। সে এই ফেনসিডিল বিক্রয় করার উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments