Thursday, November 13, 2025
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

সোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১র একটি অভিযানিক দল। 

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর এএসপি সনদ বড়ুয়া।


তিনি জানান মামলার ৪৮ ঘন্টার মধ্যে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী আল আমিন কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক তদন্তে জানা যায়, আল আমিন (৩৫) ইলেকট্রিক মিস্ত্রী হিসেবে কাজ করার পাশাপাশি অটোরিকশা চালাত। ভিকটিম আসামী আল আমিনের অটোরিক্সা দিয়ে বাজারে আসা-যাওয়া করত এবং তার মাধ্যমে বাসার ইলেকট্রনিকের মেরামতের কাজও করাত। 

তারই প্রেক্ষিতে গত ২৭ জানুয়ারি ভিকটিমের বাসার ফ্রিজের ইলেকট্রিক লাইনের সমস্যা হলে আসামীকে দিয়ে বাসার ফ্রিজের ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামত করানো হয়। কাজের মজুরি ৩শ টাকা হলেও আসামী ভিকটিমের কাছ থেকে ১ হাজার টাকা নিয়ে যায়।

বাকি টাকা ফেরত চাইতে ভিকটিম গত ২৭শে জানুয়ারী সকালে আল আমিনের বাড়ীতে গেলে সে ভিকটিমকে জোরপূর্বক তার রুমে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। এরই প্রেক্ষিতে ভিকটিম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

আসামী আল আমিন সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের দরগাবাড়ির মৃত সোলেমানের ছেলে। মামলার পর র‍্যাব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান শনাক্ত হয়ে সোনারগাঁ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে আসামিকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments