মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিনের আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী রোববার (২২ শে জুন), দুপুর দেড়টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের লাকী ডক্সইয়ার্ড সংলগ্ন, থানা যুবদলের আহবায়ক ও পিরোজপুর ইউপির সাবেক সদস্য আশরাফ প্রধানের বাড়ির মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
মতবিনিময় সভায় পিরোজপুর ইউনিয়ন বিএনপিসহ সোনারগাঁ থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে আশা ব্যাক্ত করেন এই
আয়োজনের মূল উদ্যোক্তা আশরাফুল আলম আশরাফ প্রধান।
তিনি বলেন, জনাব গিয়াস উদ্দিন সাহেব আমাদের রাজনীতির অনুপ্রেরণা। তার আসা মানেই নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও দৃঢ়তা সৃষ্টি হয়। এই মতবিনিময় সভার মাধ্যমে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে এক পরিচিত ও অভিজ্ঞ নাম। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার রাজনীতিতে দলীয় নেতৃত্ব দিয়ে আসছেন এবং তৃণমূলে তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
মতবিনিময় সভাটিকে ঘিরে ইতোমধ্যেই স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা এবং দলীয় সংহতির বার্তা তুলে ধরবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতিকে আরও গতিশীল করতে এ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।