মোঃ নুর নবী জনি-
সারাদেশের ন্যায় ৬ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সোনারগাঁ হেলথ্ এসিস্টেন্ট এসোসিয়েশনের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ হেলথ্ এসিস্টেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল কাদের শ্যামলের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিম আহম্মদ প্রধানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুল মতিন, এমটিইপিআই রেজওয়ানুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর মোশারফ হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মহিউদ্দিন ভূইয়া, নাজমা বেগম, সরকারি স্বাস্থ্যকর্মী আমির হোসেন, রানা এবং সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা বঞ্চনার শিকার হয়ে আসছেন। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই আন্দোলন অব্যাহত থাকবে।