Wednesday, October 29, 2025
Google search engine
Homeঅপরাধঅপহরণের মুক্তিপণের টাকা না দেওয়ায় যুবক খুন,আহত-১

অপহরণের মুক্তিপণের টাকা না দেওয়ায় যুবক খুন,আহত-১


সোনারগাঁ প্রতিনিধিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ব্রাক্ষণবাওগাঁ এলাকার স্থানীয় বাসিন্দা নুরে আলম (২৩) কে,গত ২৪শে জুলাই বিকেল ৫ টায় ব্যবসায়ের পাওনা টাকা দিবে বলে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে আড়াইহাজারে আটক করে।

আড়াইহাজার উপজেলার জোগাইরদিয়া গ্রামের বাসিন্দা রোমান ভুইয়া ও তার সহযোগীরা নুরে আলম ও তাকে বহন করা আটো রিস্কা চালক ফয়সালক(২৪) কে আটক করে তাদের পরিবারের থেকে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে, তাৎক্ষণিক তাদের প্রাণ বাঁচাতে  বিকাশে ১ লক্ষ টাকা পাঠানো হয়, পরবর্তী সময় মুক্তি পণ এর বাকি টাকা না দিতে পারায় এলোপাতাড়ি ভাবে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে  নুর আলম ও অটোচালক ফয়সালকে মারধর করে।  

ঘটনাস্থলে উপস্থিত হাসপাতালে চিকিৎসাধীন অটো চালক ফয়সাল বলেন,ঘটনারদিন বিকেলে আমাকে নিয়ে নূরে আলম আড়াইহাজার গেলে আমাদের আটক করে প্রচন্ড মারপিট করে। আমার সামনে নুর আলম কে মুক্তিপনের বাকি টাকা না পাওয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে রোমান ভুইয়া ও তার সহযোগীরা।

এ বিষয়ে নিহত নুর আলমের পরিবার জানায়, মুক্তিপণের বাকি টাকা না দেওয়ায় রূপগঞ্জ থানাধীন ভোলাবো সাকিনন্থ স্বর্ণখালী বাজারের পূর্ব পাশে বালুর মাঠে গুরুতর আহত অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা। গত ২৯ শে জুলাই খবর পেয়ে নুরেআলমকে উদ্ধার করে, প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে   হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় রুপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নিহতের মা মিনু বেগম।

 

নিহতের মা মিনু বেগম বলেন আমার ছেলেকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে,আমি হত্যাকারীদের গ্রেফতার পূর্বক বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। 

রূপগঞ্জের থানার ইন্সপেক্টর তদন্ত জুবায়ের হোসেন জানান,  এখন পর্যন্ত এই মামলায়,  রোমান ভূঁইয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments