Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅপরাধআইজিপি বরাবর অভিযোগ, মামলা নিতে বাধ্য হলেন রূপগঞ্জ থানার ওসি

আইজিপি বরাবর অভিযোগ, মামলা নিতে বাধ্য হলেন রূপগঞ্জ থানার ওসি


সোনারগাঁও প্রতিনিধি :-
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ের এক গৃহবধূ তার শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করতে গেলে বিগত দুই সপ্তাহ ধরে তালবাহানা করছিলেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী । অবশেষে উপায় না দেখে ওই গৃহবধূ গত বুধবার পুলিশের মহা পরিদর্শক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ দায়ের পর ওই দিন রাতেই অভিযুক্ত মাদক ব্যবসায়ী ও লম্পট মনিরকে (৩৫) গ্রেফতার বৃহস্পতিবার শ্লীলতাহানির মামলা নিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে ।

এক লম্পট ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা নিতে গড়িমশি করার অভিযোগে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলীর বিরুদ্ধে পুলিশের মহাপরিদর্শক বরাবর অভিযোগ দায়ের করেছেন সোনারগাঁওয়ের এক গৃহবধূ।

রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় অবস্থিত পুলিশ হেড কোয়ার্টারে বুধবার ওই গৃহবধূ (মনিকা) আইজিপি’স কমপ্লেইন মনিটরিং সেলে ওসির বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী ওই গৃহবধূ সাংবাদিকদের জানান, বর্তমানে তিনি ওই বখাটে যুবক ও মাদক ব্যবসায়ীর ভয়ে সোনারগাঁওয়ে তার বাবার বাড়িতে মানবেতর জীবন-যাপন করছেন।

আইজিপির কার্যালয়ে দায়ের করা অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, তিনি বিয়ের পর থেকে রুপগঞ্জের তারাব পৌর এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন। তার স্বামী ও বড় ছেলে সৌদি প্রবাসী। তিনি তার ছোট দুই সন্তান নিয়ে রূপগঞ্জে শ্বশুরবাড়িতে থাকেন। 

গত ২৯ ডিসেম্বর রাত আনুমানিক ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে এই সুযোগে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিবেশী লম্পট ও মাদক ব্যবসায়ী মনির (৩৫) মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় ওই গৃহবধূ বাধা দিলে তাকে দেশীয় অস্ত্র নিয়ে তারা হত্যার চেষ্টা করে।

এ সময় তিনি ঘরে গিয়ে দরজা বন্ধ করে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে রূপগঞ্জ থানা থেকে দুজন পুলিশ এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা করতে গেলে গত ১৫ দিন ধরে নেই-নিচ্ছি বলে গড়িমশি করে আসছেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী।

অন্যদিকে, মাদক ব্যবসায়ী মনির তাকে হুমকি দিয়ে বলে, এসব মামলা করে আমার কিছুই করতে পারবেন না। ওসির মুখ আমি মোটা অংকের টাকা দিয়ে বন্ধ করে রেখেছি।যদি প্রাণে বাঁচতে চাও, তাহলে থানায় দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে নেও।

এমতাবস্থায় তিনি নিজের এবং সন্তানদের জীবনের নিরাপত্তা চেয়ে এবং রূপগঞ্জ থানার ওসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন আইজিপিকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানান আসামী মনিরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছি ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments