Thursday, July 31, 2025
Google search engine
Homeঅপরাধআড়াইহাজারে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

আড়াইহাজারে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান


নিজস্ব প্রতিনিধিঃ
-নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে সেটি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। 

পরিবেশের মারাত্মক ক্ষতি এবং বায়ুদূষণ সৃষ্টি করায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)” অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার। অভিযানে সহযোগিতা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এবং সহকারী পরিচালক মো. মোবারক হোসেন, যিনি প্রসিকিউশন পরিচালনা করেন।

শিলমান্দি ইউনিয়নের ফাউসা বাজার এলাকায় অবস্থিত “মেসার্স এএম ব্রিকস” নামক ইটভাটার কিলন এক্সক্যাভেটরের সাহায্যে ভেঙে ফেলা হয়। পরে ফায়ার সার্ভিস পানি ঢেলে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়।

এই ইটভাটা কোনো অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, এটি আশপাশের জনবসতি ও কৃষিজমির জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ জানান, নারায়ণগঞ্জ জেলায় অনুমোদনহীন ও পরিবেশ বিধিমালা লঙ্ঘনকারী ইটভাটা, কারখানা ও প্রকল্পগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শিলমান্দি, ফাউসা বাজার এলাকাটি কৃষিপ্রধান এবং ঘনবসতিপূর্ণ হওয়ায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে বায়ুদূষণ ও স্বাস্থ্যঝুঁকির অভিযোগ জানিয়ে আসছিল। পরিবেশ অধিদপ্তরের এই অভিযানে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছেন।

২০১৩ সালের “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন” অনুযায়ী কৃষিজমি, জনবসতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। সংশোধিত ২০১৯ সালের আইনে শাস্তি আরও কঠোর করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, “বায়ুদূষণ বন্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। কোনো অনুমোদনহীন ইটভাটা, যেগুলো পরিবেশ বা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments