আড়াইহাজার প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা পুলিশের অভিযানে শুক্রবার দিবাগত রাতে উপজেলার পৌরসদরের গাজীপুরা এলাকা থকে এক ছাত্রদল নেতাসহ ২ জনকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকমতরা হলঃ- গাজীপুরা এলাকার জামালের ছেলে ও ছাত্রদল নেতা, সরকারী সফর আলী কলজের ছাত্র সংসদ এর সম্ভাব্য ভিপি পদপ্রার্থী জাইফুল ইসলাম রাহুল (২০) এবং ইয়াবা ব্যবসায়ী মারুয়াদী এলাকার তুসমি রহমান জয় (২০) । জয় ওই এলাকার আওলাদ হোসনের পুত্র।
আড়াইহাজার থানার এস আই সৈকত জানান, তার নেতৃত্বে একদল পুলিশ রাত্রী কালীন ডিউটি চলাকালে ভোররাত অনুমানিক ৩টার দিকে ওই
এলাকায় গেলে আটক দুজন সহ অজ্ঞাত আরো একজন হাফপ্যান্ট পরিহিত অবস্থায় একটি হোন্ডা যোগে যাওয়া কালে তাদেরকে সিগন্যাল দিলে চালক হোন্ডা থামালে পেছন থকে অজ্ঞাত ব্যাক্তি দৌড়ে পালিয়ে যায় । এ সময় ওই দুজনের দেহ তল্লাশী করে জয়ের কাছ থকে ১৫ পিছ এবং রাহুলের কাছ থকে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে তাদের বহনকারী হোন্ডাও জব্দ করা হয়।
আড়াইহাজার থানার (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, শনিবার দুপুরে তাদেরকে মাদক মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্ররেণ করা হয়েছে।