Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅপরাধআড়াইহাজারে বিয়ের আসর থেকে বরের সর্বস্ব নিয়ে কনের পলায়ণের ঘটনায় মামলা

আড়াইহাজারে বিয়ের আসর থেকে বরের সর্বস্ব নিয়ে কনের পলায়ণের ঘটনায় মামলা


শাহজাহান কবির,আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
:-নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রবাসী যুবকের ৮ বছরের রোজগারকৃত টাকা আত্মসাৎ ও দেশে আসার পর বিয়ের আসর থেকে বর পক্ষের কাছ থেকে স্বর্ণালংকার ও কনের জন্য নিয়ে যাওয়া যাবতীয় মালামাল নিয়ে বড় বোনের সহযোগিতায় পালিয়ে গেলেন কনে।  ঘটনাটি ঘটেছে ১৮ অক্টোবর উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা এলাকায়। বর একই উপজেলার মাহমুদপুর ইউনয়িনের কল্যান্দী এলাকার জামান মেম্বারের পুত্র সৌদী প্রবাসী রিয়াজ (২৬)। 

মামলার নথি থেকে জানা যায় যে, উল্লিখিত যুবক রিয়াজ ২০১৭ সালে মালয়েশিয়া প্রবাসে যাওয়ার ৬ মাস আগে একই উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা এলাকার কামাল হোসেনের মেয়ে আফসানার সহিত 

প্রেমের সম্পর্কে জড়ায়। এর সূত্র ধরে আফসানা তার পরিবারের লোকজনের কূ-পরামর্শে রিয়াজের প্রবাস জীবনের ৭ বছরের রোজগারকৃত টাকা থেকে বিভিন্ন অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে থাকে। তাছাড়া আফসানার লেখাপড়াসহ পোশাক আশাকের জন্য যাবতীয় খরচ বহন করে রিয়াজ। গত ১০ সেপ্টেম্বর রিয়াজ প্রবাস থেকে ছুটিতে দেশে এলে উভয় পরিবারের সম্মতিতে ১৮ অক্টোবর তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। 

নির্ধারিত দিনক্ষণে বর পক্ষ কনের বাড়ীতে বরযাত্রী গেলে কনের পক্ষ থেকে কনের পিতা কামাল হোসেন বর পক্ষের কাছ থেকে ৭০ হাজার টাকা মূল্যের কাপড়চোপড়, কসমেটিক সামগ্রী এবং ৮ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণারংকার বুঝে নেন। কিন্তু পরক্ষণেই খবর হয় যে, বর পক্ষের যাবতীয় মালামাল নিয়ে কনে আফসানা তার বড় বোন খাদিজা আক্তারের সহযোগিতায় বিয়ের আসর থেকে পালিয়ে যায়। পরে রিয়াজের পিতা সাবেক ইউপি সদস্য মোঃ জামান উভয় এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গের মাধ্যমে বিষয়টির মিমাংসার চেষ্টা করে ব্যার্থ হয়ে উল্লিখিত আদালতে ৪ কনেসহ তার বোন খাদিজা এবং পিতা কামাল হোসেনকে বিবাদী করে ১৫-১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সি আর মামলা নং-২৬৩/২৪ দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি 

পিবিআই ( পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিকেশন) কে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments