Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅপরাধআড়াইহাজারে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আড়াইহাজারে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


শাহজাহান কবির,আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে র‍্যাব-১১ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। 

রোববার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১০টায় উপজেলার নরসিংদী- মদনগঞ্জ আঞ্চলিক 

মহাসড়কের লেঙ্গুরদী আবু মোহাম্মদ বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশের একটি ঝোপের মধ্যে থেকে অস্ত্র গুলো পরিত্যক্ত অবস্থা থেকে উদ্ধার করে আড়াইহাজার থানায় জমা দেয়া হয়। 

র‍্যাব-১১, আদমজীনগর নারায়ণগঞ্জ- এর পুলিশ পরিদর্শক আবু হেনা আতিকুর রহমানের লিখিত তথ্য মতে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে এয়ারগান ১টি, দেশী এল জি পিস্তল ৩টি, দেশী রিভলবার ২টি, বাট ছাড়া পাইপগান ৪টি, দেশী রাইফেল ১টি, পাইপগানের বিভিন্ন প্রকার ব্যারেল ৮টি, পিস্তলের খালি ম্যাগজিন ৬টি, এয়ারগানের গুলি ৪২ রাউন্ড, এয়ারগানের স্প্রিন্টার ৮৪টি, ৩০৩ রাইফেলের গুলি ৬৩ রাউন্ড, এলিভার ৭.৬২ এম এম পিস্তল টাইপ ৭৭ এর গুলি ৬ রাউন্ড, ৭.৬২ এম এম পিস্তল টাইপ ৫৪ এর গুলি ১৬ রাউন্ড, ৭.৬২ এম এম রাইফেলের গুলি ২৮ রাউন্ড, শটগানের লেডবল কার্টুজ ১৫ রাউন্ড এবং রাবার কার্তুজ ২ রাউন্ড, স্লাইপারের গুলি ৭ রাউন্ড, নমুনা বুলেট ১টি, ব্ল্যাংক এ্যমোনিশন ৬ রাউন্ড ও বিভিন্ন প্রকার অস্ত্রের গুলি ২৫ রাউন্ড। 

র‍্যাব-১১ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সমস্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments