Wednesday, October 29, 2025
Google search engine
Homeঅপরাধআড়াইহাজারে সংঘর্ষ, গুলি, সাংবাদিক পুলিশসহ আহত-১৫

আড়াইহাজারে সংঘর্ষ, গুলি, সাংবাদিক পুলিশসহ আহত-১৫


মোঃ মোয়াশেল ভূইয়াঃ-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মাদ্রাসার ওয়াজ মাহফিলের মেলায় বাকবিতন্ডার জের ধরে তিন গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।

সংঘর্ষের সময় উত্তেজিত জনতার ইটপাটকেল ও লাঠিসোটার আঘাতে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ঘটনাস্থলে দায়িত্বরত ৩ পুলিশ সদস্য, সাংবাদিক  শাহজাহান কবির, গ্রামবাসী মিখুন ও আঃ খালেকসহ  অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন সেবাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ছোট বিনাইর চর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ইউপি সদস্য আঃ  রহিম ও গ্রামবাসী  রিপন নামের ২ জনকে আটক করেছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার স্থানীয় এক মাদ্রাসার ওয়াজ মাহফিলে ছোট বিনাইরচর গ্রামের এক প্রতিবন্ধী ছেলেকে উজানগোপিন্দী গ্রামের লোকজন মারধর করে। এ নিয়ে গত তিন দিন যাবত ছোট বিনাইরচর এবং উজানগোপিন্দি গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এ সময় বড়বিনাইর চর ও উজাগোপিন্দী এলাকার লোকজন মিলিত হয়ে ছোট বিনাইর চর এলাকায় হামলা চালিয়ে ভাংচুর করে। 

এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে ছোট বিনাইরচর গ্রামের মঞ্জুর কাজীর ছেলে মিথুন স্মার্ট কার্ড আনার জন্য উজানগোপিন্দি উচ্চ বিদ্যালয়ে গেলে সেখানে তাকে মারধর করে উজানগোপিন্দীর লোকজন।

ফলে এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ভুলতাÑবিশনন্দী সড়কে ১ঘন্টা  যানবাহন চলাচল বন্ধ থাকে।  

খবর পেয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদারের নেতৃত্বে পুলিশের সদস্যরা প্রথমে স্বাভাবিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এ সময় উত্তেজিত জনতা মারমুখী হয়ে পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছোড়তে থাকে। 

এতে ওসি আজিজুল হক হাওলাদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল, স্থানীয় সাংবাদিক শাজাহানসহ ঘটনাস্থলে দায়িত্বরত অন্যান্য পুলিশ সদস্যরাসহ অন্তত ১৫ জন আহত হন।

এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট ছোড়ে এবং ঘটনাস্থল থেকে ইউপি সদস্য আঃ  রহিম ও গ্রামবাসী  রিপন নামের ২ জনকে আটক করে। 

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments