আবু নাঈম ইকবালের মায়ের ইন্তেকাল,এমপি খোকার শোক
আজকের সংবাদ ডেক্সঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নামই ইকবাল ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য এড.ফজলে রাব্বির মমতাময়ী মা আনোয়ারা বেগম রোববার সন্ধ্যা সাতটায় তার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগে অতিরিক্ত মহাসচিব,নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
তিনি এক শোক বার্তায় মরহুমার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা ও মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেনো মরহুমা কে বেহেস্ত নসিব করেন, আমীন ।
মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
আগামীকাল সোমবার সকাল ১০টায় উপজেলা ঈদগাহ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।



