Thursday, October 30, 2025
Google search engine
Homeসারাদেশএম্পায়ার ষ্টীল ইন্ডাঃ উন্নয়নের পাশাপাশি এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাবো--শিল্পপতি আবুল...

এম্পায়ার ষ্টীল ইন্ডাঃ উন্নয়নের পাশাপাশি এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাবো–শিল্পপতি আবুল কালাম

আজকের সংবাদ ডেস্কঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বস্তলে মহান বিজয় দিবস  উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে গত বৃহস্পতিবার দিনব্যাপী বস্তল যুব সমাজের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বন্দর স্টীল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও এম্পায়ার ষ্টীল ইন্ডাস্ট্রিজের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আবুল কালাম।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃগোলজার হোসেন প্রধানের সার্বিক আয়োজনে অনুষ্ঠানে জামপুর ইউপি’র সফল চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, এম্পায়ার ষ্টীল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শিল্পপতি শরীফ আহম্মেদ হিমেল, এম্পায়ার ষ্টীল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি কাউসার আহম্মেদ হুমায়ন, এম্পায়ার ষ্টীল ইন্ডাস্ট্রিজের পরিচালক শিল্পপতি  রিফাত হাসান রাহাত ও এম্পায়ার ষ্টীল ইন্ডাস্ট্রিজের উপদেষ্টা শিল্পপতি সাফওয়ান হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি আবুল কালাম বলেন,পরিশ্রমের মাধ্যমে মানুষ পৌঁছাতে পারে সফলতার শীর্ষে। তাই আমাদের সকলেরই পরিশ্রমের মাধ্যমে নিজের ও দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখা সম্ভব। প্রধান অতিথির বক্তব্যে দানবীর আবুল কালাম আরো বলেন, মাদক নির্মূলে সরকারের পাশাপাশি আমরা কাজ করছি। তাই মাদক সরবরাহকারী ও সেবনকারী কোনো লোকের ঠাঁই নেই আমার এম্পায়ার ষ্টীল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানে। তিনি বলেন, সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বস্তলে স্থাপিত এম্পায়ার ষ্টীল ইন্ডাস্ট্রিজের মাধ্যমে এ প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে। এতে অত্র এলাকার সর্বস্তরের জনগণের সহায়তার  আহবান জানান তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মামুন, আব্দুন নুর, গোলজার হোসেন, সোহরাব হোসেন, শাহিন, সেলিম, তাইজদ্দিন ভূঁইয়া, আজিজুল ভূইয়া,মো.রনি ভূঁইয়া,  মনির হোসেন, বস্তলের সমাজসেবক মো আবুল কালাম আজাদ, রাব্বী, সোহাগ, শাকিল, সেলিম সহ অত্র এলাকার শত শত এলাকাবাসী। 

পরে প্রধান অতিথি শিল্পপতি আবুল কালাম ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments