Wednesday, October 29, 2025
Google search engine
Homeঅপরাধঐতিহ্যবাহী কাইকারটেক হাটের ঝুঁকিপূর্ণ শতবর্ষী গাছ যেনো ‘মৃত্যুরফাঁদ’

ঐতিহ্যবাহী কাইকারটেক হাটের ঝুঁকিপূর্ণ শতবর্ষী গাছ যেনো ‘মৃত্যুরফাঁদ’


ঐতিহ্যবাহী কাইকারটেক হাটের ঝুঁকিপূর্ণ শতবর্ষী গাছ যেনো ‘মৃত্যুরফাঁদ’


সোনারগাঁ প্রতিনিধিঃ–নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী কাইকারটেক হাটে মরা পুরোনো গাছের কারণে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সামান্য বাতাসে গাছের ডালপালা ভেঙে যাচ্ছে। মাঝেমধ্যে পুরো গাছই হাটের ওপর উপড়ে পড়ছে। এতে হাটের ক্রেতা ও বিক্রেতা ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

স্থানীয় লোকজন জানান,অনেক দিন ধরে গাছগুলো ধীরে ধীরে মরে যায়। এই মরা গাছগুলো উপড়ে নেওয়া না হলে বা গাছ দ্রুত অপসারণ করা না হলে যেকোন সময় অঘটন ঘটাতেই পারে। এইতো গত সপ্তাহে হাটের দিন একটি ডাল আকস্মিক ভাবে ভেঙে পড়ে দোকানের উপরে থাকা প্লাস্টিকের উপর পড়ায় সাধারণ জনগণ দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

হাটে আসা আজিজার রহমান বলেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ হাট, মরা গাছের কারণে আতঙ্কের মধ্য দিয়ে এই হাটে ও সড়কে যাতায়াত করতে হয়। সামান্য বাতাসে ডালপালা ভেঙে পড়ে। কিছুদিন আগে বাজারে যাওয়ার পথে মরা ডাল ভেঙে আমার বাইসাইকেলের হ্যান্ডেলে পড়ে। হ্যান্ডেলটি ভেঙে যায়। ওই দিন আমি বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাই। সরকারের কাছে দাবি জানাই, যেন দ্রুত এই গাছগুলো কেটে নেয়। না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।’

রমিজ নামে এক ক্রেতা বলেন, গুরুত্বপূর্ণ হাটটির বেশ কিছু গাছ অনেক দিন থেকে মরে আছে। এখন এসব গাছ ও ডালপালা যখন-তখন ভেঙে হাটের ওপর পড়ছে। রাস্তার ধারে মরা প্রায় ৩/৪ টি গাছ রয়েছে। এসব গাছ দ্রুত কেটে নেওয়া উচিত।

এ বিষয় হাটের ইজারাদার বলেন, ‘এসব গাছ দ্রুত অপসারণ করে সেই জায়গায় ফলদ ও বনজ গাছের চারা লাগানো যেতে পারে। মরা গাছগুলোর কারণে প্রতিনিয়ত নানা দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন গাছগুলো দ্রুত অপসারণের ব্যবস্থা নেয়।’

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি জানান, দ্রুতই মরা গাছগুলো কেটে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments