Wednesday, October 29, 2025
Google search engine
Homeঅপরাধকাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজকের সংবাদ ডেস্কঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৫শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।

বুধবার(২০ অক্টোবর)সকালে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খাঁনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

এসময় অবৈধভাবে গড়ে উঠা রাস্তার দুই পাশে প্রায় পাঁচ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

এসময় কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ  সাজ্জাদ করিম খাঁন বলেন,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে দখল করে কিছু ব্যবসায়ীরা অবৈধ স্থাপনা তুলে ব্যবসা পরিচালনা করে আসছে। বিশেষ করে জনবসতিপূর্ন এলাকা কাঁচপুর ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবৈধ স্থাপনা সবচেয়ে বেশী।যার কারনে যানবাহন ও জনসাধারন চলাচলে বাঁধাগ্রস্থ হচ্ছে। বিশেষ করে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী, নারী ও শিশুরা। যানবাহন ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মোগরাপাড়া চৌরাস্তা এলাকার দুপাশের প্রায় ৫ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদ করা জায়গায় যাতে নতুন করে দোকানপাট তৈরী করতে না পারে সেজন্য তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments