Wednesday, October 29, 2025
Google search engine
Homeঅপরাধকিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিক গুরুতর আহত

কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিক গুরুতর আহত


কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিক গুরুতর আহত 


আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক অগ্রবানি পত্রিকার নির্বাহী সম্পাদক মো.রশিদ চৌধুরী কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার(১৩ই মে) রাত সাড়ে ৮টায় মাসদাইর হয়ে বোয়ালিয়া খাল সড়কে আসার সময় ভূঁইয়াপাড়া এলাকার কাছে এ ঘটনা ঘটে। 

এঘটনায় আহত অবস্থায় সাংবাদিক রশিদ চৌধুরীকে ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে, এ ঘটনার খবর পেয়ে রশিদের পিতা স্বপন চৌধুরী হাসপাতালে আসে। তবে সন্তানের অবস্থা দেখে অজ্ঞান হয়ে পড়েন। বর্তমানে তার পিতাও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন 

এ বিষয়ে কথা হলে সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ সিফাত লিংকন জানান, রশিদের অবস্থা গুরুতর। অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিক্যালে নিয়ে যাচ্ছি। রশিদ জানিয়েছে কিশোর গ্যাং এর বুইট্টা মাসুদ, শান্তসহ কয়েকজন তাকে পথরোধ করে ছুড়ি দিয়ে আঘাত করেছে। রশিদ জানিয়েছে, বিভিন্ন পত্রিকায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিউজ করায় তার সাথে মিলে রশিদ সংবাদ প্রকাশ করেছে। সেই জের ধরে অতর্কিত হামলা চালানো হয়েছে। তার সাথে জসিম নামে অপর একজনকেও ছুরিকাঘাত করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments