Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅপরাধকু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকার নির্যাতনের অভিযোগ

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকার নির্যাতনের অভিযোগ


সোনারগাঁও প্রতিনিধিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম  বিরুদ্বে একই স্কুলের সহকারি শিক্ষিকাকে কু-প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে, এই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাহার উপর চালানো হয় নির্যাতন এমনটাই অভিযোগ করছেন ভুক্তভোগী বিলকিস আক্তার। 

এবিষয়ে সহকারী শিক্ষিকা বিলকিস আক্তার বলেন, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম আমাকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছে এতে আমি রাজি না হয় উনি আমার সাথে খারাপ আচরণ করতে থাকে এবং আমাকে স্কুলের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে, সেই সাথে উক্ত বিদ্যালয়ে আমার নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ের সাথেও খারাপ আচরণ করেন। তিনি বলেন প্রধান শিক্ষক সুযোগ পেলেই আমার মেয়েকে অপমান অপদস্ত করে, গালাগাল করে, বিভিন্ন কারণ দেখিয়ে আমার মেয়েকে মারধর করে।

বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আমি বিভিন্ন জায়গায় লিখিত ও মৌখিক অভিযোগ দায়ের করিয়া বিচার দাবি করায় সে আমার প্রতি ক্ষিপ্ত হইয়া গত ১৩ এপ্রিল বিকেল আনুমানিক সারে ৪ টায় দিকে প্রধান শিক্ষক তার লাঠিয়াল বাহিনী দিয়ে স্কুল সংলগ্ন আমাদের টিন ও কাঠের দোকান হামলা চালিয়ে দোকান ভাঙচুর করিয়া চার লক্ষ টাকার ক্ষতি করে এবং আমার স্বামীর ক্যাশ বাক্স হতে ৭ লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে যায়। 

এ বিষয়ে আমি নিজে বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করি। প্রধান শিক্ষকের লাঠিয়াল বাহিনী দ্বারা এখন আমি আতঙ্কের মধ্যে আছি এমতাবস্থায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিচার প্রার্থনা করছি।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। 

এবিষয়ে উক্ত বিদ্যালয়ের নবাগত সভাপতি মনিরুজ্জামান ভুইয়া লিটন জানান,এবিষয়ে এডহক কমিটির ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে , তদন্ত শেষে যে দোষী প্রমাণিত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে  বলেও জানান তিনি। 

অভিযোগের বিষয় জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন জানান, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments