Wednesday, July 30, 2025
Google search engine
HomeUncategorizedজাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালাম, আবু বক্করের শুভেচ্ছা

জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালাম, আবু বক্করের শুভেচ্ছা


নিজস্ব প্রতিনিধিঃ-
-২১শে জানুয়ারী বিএনপির অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি কালাম হোসেন জয় ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর। 

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া শুভেচ্ছা বার্তায় তারা জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সকল নেতা-কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদ সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও করবে। দলের প্রতি তাদের অবিচল আনুগত্য এবং সংগ্রামী মনোভাব দেশের তরুণদের জন্য উদাহরণস্বরূপ।

গনতন্ত্র পরিষদ শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের তরুণদের সংগ্রামী চেতনা এবং দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার প্রেরণা। এই প্রতিষ্ঠাবার্ষিকী নতুন করে সংকল্প করার দিন, সুসংগঠিত হওয়ার দিন যাতে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা পালন করা যায় । আমরা সকলেই জানি, বর্তমান সময়টা আমাদের জন্য চ্যালেঞ্জিং, কিন্তু গনতন্ত্র পরিষদের ইতিহাস এই শিক্ষা দেয় যে, কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনগুলোতে দেশের সার্বিক উন্নয়নে গনতন্ত্র পরিষদ আরও অগ্রণী ভূমিকা পালন করবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে কালাম হোসেন জয় জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সকল নেতাকর্মীদের একসাথে থাকার ও দলীয় ঐক্য শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং দেশের মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, “একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমাদের সবার দায়িত্ব দেশের কল্যাণে কাজ করা। আমরা সবসময় মানুষের অধিকার রক্ষায় সক্রিয় থাকবো সেই কামনা করি ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments