Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅপরাধজাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানার নারী সদস্য বহিষ্কার, পুলিশে সোপর্দ

জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানার নারী সদস্য বহিষ্কার, পুলিশে সোপর্দ


বিশেষ প্রতিবেদকঃ
-সরকারি অনুদানের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের কাছ থেকে অর্থ আদায় করার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার হয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতা দিলশাদ আফরিন।

সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থী কাজের দায়ে জাতীয় নাগরিক কমিটি উপজেলার ফতুল্লা থানা শাখার এক নারী সদস্যকে বহিষ্কার করা হয়েছে দিলশাদ আফরিনকে।

৮ এপ্রিল জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারী করা হয়।

বিষয়টি ১০ এপ্রিল গণমাধ্যমে প্রকাশ পায়৷

সংগঠনের সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত ওই বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, “এই পত্রের মাধ্যমে আপনাকে জানানো যাচ্ছে যে, জাতীয় নাগরিক কমিটি-এর নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার সাম্প্রতিক কর্মকান্ড আমাদের সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে। সমস্ত অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে, আপনাকে আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন এর অনুরোধক্রমে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

বহিস্কারের বিষয়ে নারায়ণগঞ্জের দায়িত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিলো। জাতীয় নাগরিক কমিটি অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় গত ৮ এপ্রিল তাকে দল থেকে বহিস্কার করে। আফরিন জাতীয় নাগরিক কমিটির শহীদ আহত কল্যান সেলের দায়িত্বে ছিলেন না। তারপরেও তিনি ব্যক্তিগত ভাবে শহীদ ও আহত পরিবারের আর্থিক বিষয় নিয়ে কাজ করেছেন। এই বিষয়ে জাতীয় নাগরিক কমিটি অবগত ছিলো না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments