Friday, September 5, 2025
Google search engine
Homeঅপরাধজুয়ার আসর থেকে র‍্যাবের অভিযানে ৬জুয়ারী গ্রেফতার

জুয়ার আসর থেকে র‍্যাবের অভিযানে ৬জুয়ারী গ্রেফতার


জুয়ার আসর থেকে র‍্যাবের অভিযানে ৬জুয়ারী গ্রেফতার


মোঃ মোয়াশেল ভূঁইয়া

 ফতুল্লা থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (৫ জুলাই) রাত সাড়ে দশটার দিকে ফতুল্লা থানার কুতুবপুর লাকী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে জুয়া খেলার এক বান্ডেল তাস ও নগদ ১৮ হাজার ৪`শত টাকা উদ্ধ্বার করে র‍্যাব-১১ এর সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো, ফতুল্লা মডেল থানার কুতুবপুর লাকী বাজার এলাকার মৃত কাদের মিস্ত্রির পুত্র আলম হোসেন (৪৫),সিদ্ধিরগঞ্জ থানার শান্তিনগরের জহিরুল হকের পুত্র জাহিদুল ইসলাম অপু (৩৫), একই থানার এনায়েত নগরের মৃত আব্দুর রহমানের পুত্র সুমন (২৮), শান্তিনগরের মো. মুন্না (২৮), এনায়েত নগরের মো. নাসির মিয়ার পুত্র ফজর আলী (৫০) ও ফতুল্লা থানার কুতুবপুরের আসন আলীর পুত্র রাফেত আলী (৪৭))।

এ ঘটনায় ব্যাব-১১ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরসহ আসামীদের ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments