Wednesday, October 29, 2025
Google search engine
Homeরাজনীতিজ্বালানি তেলের অযৌক্তিক মূল্য ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাসদের মানববন্ধন

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্য ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাসদের মানববন্ধন


জ্বালানি তেলের অযৌক্তিক মূল্য ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাসদের মানববন্ধন


আজকের সংবাদ ডেস্কঃ জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ সোনারগাঁ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাসদ সোনারগাঁ উপজেলার সমন্বয়ক বেলায়েত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, বাসদ রূপগঞ্জ উপজেলার সমন্বয়ক সোহেল, বাসদ সোনারগাঁ উপজেলা কমিটির সদস্য আনোয়ার খান, ইসহাক মিয়া।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেলের দাম কমে এসেছে তখন আমাদের সরকার রেকর্ড পরিমান তেলের দাম বৃদ্ধি করেছে। ডিজেলের দাম ৪২ দশমিক ৫ পার্সেন্ট বাড়িয়ে ১১৪ টাকা, কেরোসিন ৪২ দশমিক ৫পার্সেন্ট বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোল ৫১ দশমিক ১৬পার্সেন্ট বাড়িয়ে ১৩০ টাকা, অকটেন ৫১ দশমিক ৬৮পার্সেন্ট বাড়িয়ে ১৩৫ টাকা করেছে। নিত্যপণ্যের উচ্চমূল্যের সময়ে জ্বালানির মূল্য বৃদ্ধি জনজীবনে ভয়াবহ বিপর্যয় নিয়ে আসবে। জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যের মূল্য আরও অনেক বাড়িয়ে দেবে। কৃষি উৎপাদন ব্যয়ও অনেক বাড়বে। ইতোমধ্যে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির কার্যকর হয়েছে।

নেতৃবৃন্দ অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য ও গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং ঢাকায় ছাত্র মিছিলে হামলাকারী পুলিশের শাস্তি ও ছাত্র নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments