সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ–ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় আল আমিন (৩৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে দাউদকান্দী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে দাউদকান্দী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেইলর গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে আল আমিন তার বন্ধুদের সাথে নিয়ে ২টি মোটরসাইকেল যোগে ব্যবসায়ীক কাজে চট্টগ্রাম যাচ্ছিলেন। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে মহাসড়কের দাউদকান্দী এলাকা অতিক্রম করার সময় এক পথযাত্রী হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল আরোহী আল আমিন তার মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৫০৮৭০৬) হার্ডব্রেক করলে নিজেই মোটরসাইকেল থেকে সিটকে সড়কে পরে যান। এসময় সড়কে তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে। খবর পেয়ে দাউদকান্দী হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের পরিবারের দাবীতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়। দূর্ঘটনাজনিত কারণে মৃত্যুর ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।



.jpeg)
