Tuesday, October 28, 2025
Google search engine
Homeঅপরাধঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে আসা ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে আসা ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে আসা ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত-২



আজকের সংবাদ ডেক্সঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নয়াবাড়ি এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে উল্টো পথে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও তিনজন। 

শনিবার(২২ মে)সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর সরকার বাড়ির জানু মোল্লার ছেলে হুমায়ুন কবির (৪২) এবং একই এলাকার আব্দুস সালামের ছেলে ফারুক হোসেন (৩২)। তারা দুইজনই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

স্থানীয় এলাকাবাসী জানান,পণ্যবাহী ট্রাকটি রহিম স্টিল মিলের সামনে ইউটার্ন থেকে উল্টো পথে মদনপুরের দিকে যাচ্ছিল। নয়াবড়ি এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে পৌঁছালে ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রোগীর সঙ্গে আসা একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান,শনিবার ভোরে কুমিল্লার তিতাস থেকে ছেড়ে আসা রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সের কাঁচপুর নয়াবাড়ী এলাকায় উল্টো দিক দিয়ে আসা পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা রোগীর স্বজন হুমায়ুন কবির ঘটনাস্থলে ও মদনপুর বারাকা হাসপাতালে নেওয়ার পর ফারুক হোসেন নামের আরেকজন মারা যান। 

রোগীসহ আহত হন কমপক্ষে তিনজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments