Wednesday, October 29, 2025
Google search engine
Homeজাতীয়ঢাকা টু সোনারগাঁ বোরাক এসি বাস চালুর দাবী জানিয়েছেন সোনারগাঁও বাসী

ঢাকা টু সোনারগাঁ বোরাক এসি বাস চালুর দাবী জানিয়েছেন সোনারগাঁও বাসী


ঢাকা টু সোনারগাঁ বোরাক এসি বাস চালুর দাবী জানিয়েছেন সোনারগাঁও বাসী


সোনারগাঁ প্রতিনিধিঃ-ঢাকা টু সোনারগাঁও বোরাক ট্রান্সপোর্ট লিমিটেড এর এসি বাস সার্ভিস চালুর দাবী জানিয়েছেন সোনারগাঁও বাসী।

স্থানীয় এলাকাবাসীরা জানান,গরমে আরাম হিসেবে  একমাত্র যানবাহন ছিলো বোরাক এসি বাস অথচ আজ কয়কেদিন হলো সার্ভিসটি বন্দ হয়ে গেছে। এতে সাধারণ জনগণ দুর্ভোগে পড়েছে,আমরা যতটুকু জানতে পেরেছি একটি কুচক্রী মহলের পায়তারায় এই বাসটিকে সময়িক বন্ধ করা হয়। 

এই এসি বাসটিতে ৭০ টাকা ভাড়া দিয়ে আরামে ঢাকা চলে যেতাম অথচ এখন নন এসি বাসগুলোতে ৫৫ টাকা করে দিয়ে গরম এর মধ্যে দুর্ভোগ কাটিয়ে চলাচল করতে হচ্ছে। এবিষয়ে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। জনগনের দুর্ভোগ লাগবে অচিরেই যেনো এসি বাসটি আবারও চালুর ব্যবস্থা করে দেন।

এ বিষয়ে বোরাক ট্রান্সপোর্ট লিমিটেডের এমডি রিপন বলেন একটি কুচক্রী মহলের কারণে আমাদের রোড পারমিট থাকার পরেও বন্ধ করতে বাধ্য হচ্ছি তবে জনগণের চাহিদা অনুযায়ী অচিরেই আমরা আবারও আমাদের বোরাক এসি সার্ভিস চালু করব ইনশাল্লাহ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments