Friday, August 1, 2025
Google search engine
Homedhakaতথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর এপিএস হলেন তৌহিদ এলাহী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর এপিএস হলেন তৌহিদ এলাহী


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ও বর্তমান মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) তৌহিদ এলাহী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের একান্ত সহকারী সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। 

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদ এলাহীকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

প্রতিমন্ত্রী যতদিন এই পদে থাকবেন অথবা তৌহিদ এলাহীকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তৌহিদ এলাহী ৩০তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। সবশেষ তিনি গতবছরে এপ্রিলে মুন্সীগঞ্জের এডিসি (সার্বিক) হন। এর আগে তিনি স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিবের দায়িত্বে ছিলেন। কর্মজীবনে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। তৌহিদ এলাহীর গ্রামের বাড়ি জামালপুর জেলায়।

একসময় তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments