Wednesday, October 29, 2025
Google search engine
Homeসোনারগাঁওতাহিরপুরে সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের ত্রান বিতরণ

তাহিরপুরে সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের ত্রান বিতরণ

তাহিরপুরে সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের ত্রান বিতরণ   


আজকের সংবাদ ডেস্কঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা, সিলেট ,ছাতক, জকিগঞ্জে সহ এক হাজার ভানবাসী পরিবারের মধ্যে ত্রান-সামগ্রী বিতরণ করেছে, ‘সোনারগাঁও জার্নালিস্ট ক্লাব’।  

শনিবার (২ জুলাই) ভোর সকাল হতে ছাতক, জকিগঞ্জ, সিলেটে ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয় পরিষদের ৫ নং ওয়ার্ডের কাউকান্দি, মরমপুর, ১ নং ওয়ার্ডের কামারকান্দি, চতুর্ভুজ ও পার্শবর্তী উত্তর বড়দল ইউনিয়নের রামেশ্বেরপুর গ্রাম সহ কয়েক শত পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে  ত্রান-সামগ্রী পৌঁচে দেয় ‘সোনারগাঁও জার্নালিস্ট ক্লাব’।  

‘ত্রান-সামগ্রীর মধ্যে উপকরণ গুলো ছিলো, ৪ কেজি চাল, ১কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি লবন, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, শিশু খাবার, প্যাকেট দুধ সহ নাপা সিরাপ, নাপা ট্যাবলেট, ফ্লাজিল ট্যাবলেট, খাবার সেলাইন।’

এ সময় সোনারগাঁও জার্নালিস্ট ক্লাব’ এর উপদেষ্টা মো. নুরুজ্জামান মোল্লা, সভাপতি এনামুল হক বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শওকত উসমান সরকার (রিপন), যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সহ-সভাপতি শফিকুল ইসলাম ইমাম, ক্লাবের সদস্য ণির্মল সাহা, পারভেজ, ইব্রাহিম, মনির হোসেন, মাজেদ, নাজমুল, আমেরিকাস্থ ‘শেড ফাউন্ডেশন ’ এর পরিচালক ও তাহিরপুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক  রাহাদ হাসান মুন্না প্রমুখ।  

সোনারগাঁও জার্নালিস্ট ক্লাব এর সভাপতি এনামুল হক বিদ্যুৎ বলেন, ছাতক, জকিগঞ্জ, সিলেটে ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সহ ১ হাজার পরিবারের মধ্যে ত্রান-সামগ্রী বিতরণ করেছি, তিনি আরোও বলেন- আমাদের ক্লাব সব সময় অসহায় মানুষের জন্য কাজ করে আসছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির সোনারগাঁও জার্নালিস্ট ক্লাব ত্রান বিতরণের খবর শুনে ক্লাবের সকল সদস্যদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments