Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅপরাধধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা, বখাটেকে ছেড়ে দিল পুলিশ

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা, বখাটেকে ছেড়ে দিল পুলিশ


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
-এক প্রবাসীর স্ত্রীকে ( মনিকা পারভিন, ৪৫ ) ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে মনির (৩৫) নামে রূপগঞ্জের তারাবো এলাকার এক মাদকসেবী বখাটে যুবক। 

ভুক্তভোগী ওই নারী (মনিকা পারভিন) জানান, বিয়ের পর তিনি রূপগঞ্জের তারাবো এলাকায় স্বামীর বাড়িতে বসবাস করে আসছেন। বর্তমানে তার স্বামী মাসুদ খান ও বড় ছেলে মান্নান শুভ জীবীকার তাগিদে সৌদি আরবে গেছেন। তিনি তারা ছোট দুই ছেলে সিয়াম (১৬) ও সিহাদকে (১৪) নিয়ে রূপগঞ্জের স্বামীর বাড়িতে বসবাস করছেন।

কিন্তু স্বামী-সন্তান প্রবাসে থাকার সুযোগে এলাকার চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যাসায়ী মনির নামের এক বখাটে যুবক তাকে একা পেয়ে প্রায়ই উত্যাক্ত করতো এবং কুপ্রস্তাব দিত।

বোববার দুপুরে রাস্তায় একা পেয়ে বখাটে মনির আবারো ওই প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দেয় বখাটে মনির। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে দেশী অস্ত্র নিয়ে গৃহবধূকে হত্যা করতে ধাওয়া করে। 

এ সময় জীবন বাাঁচাতো দৌড়ে বাড়ি এসে ঘরের দরজা লাগিয়ে ফেললে ওই মাদক ব্যবসায়ী বখাটে এসে তার ঘরের দরজা ও জানালায় দেশীয় অস্ত্র ধারালো দা দিয়ে কোপাতে থাকে। এ সময় উপায় না পেয়ে তিনি জরুরি সেবা ৯৯৯ -এ ফোন দেন। ফোন পেয়ে রূপগঞ্জ থানা থেকে এএসআই মোহাম্মদ ইমরান ও কনস্টেবল মো. রিয়াদ  ঘটনাস্থলে এসে এ ঘটনার সত্যা পান। 

কিন্তু তারা মাদক ব্যবসায়ীর বাড়ি গিয়ে ঘুষ নিয়ে তাকে আটক না করেই চলে যায়।বিষয়টি রুপগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেনকে জানালে তিনি এসআই মমিনুর রহমানকে পাঠান বিষয়টি তদন্ত করতে। তিনি এসে জানতে পারেন আগের দুই পুলিশ সদস্য ঘুষ পেয়ে ওসিকে জানিয়েছেন মাদক ব্যবসায়ী মনিরের মানসিক সমস্যার কারণে বিভিন্ন সময়ে অনেককে মারধর করেছে। সে আসলে মানসিক রোগী, এ কারণে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে জাননি।    

পরে ওই গৃহবধূ থানায় মামলা করতে গেলে ওসি মামলা না নিয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করেছেন। অভিযোগটি তদন্তের দায়িত্ব পেয়েছেন রূপগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ।

থানায় অভিযোগ করায় ওই বখাটে এখন নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিয়ে ছুরি নিয়ে ওই গৃহবধূকে হত্যার জন্য প্রকাশ্যে ঘুরাঘুরি করছে।শুধু তাই নয়, গৃহবধূর দুই ছেলেকেও অপহরণ করার হুমকি দিয়েছে বখাটে মুনির।

সন্ত্রাসী মনির প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরলেও তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ বলছেন আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এদিকে, প্রাণনাশের আশঙ্কায় স্বামীর বাড়ি ছেড়ে সোনারগাঁওয়ে বাবার বাড়ি এসে আশ্রয় নিয়েছেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments