Wednesday, October 29, 2025
Google search engine
Homeঅপরাধনাঃগঞ্জে আদালত পাড়ায় ৫৪ লাখ ৮৭ হাজার টাকার মাদক দ্রব্য ধ্বংস

নাঃগঞ্জে আদালত পাড়ায় ৫৪ লাখ ৮৭ হাজার টাকার মাদক দ্রব্য ধ্বংস


মোঃ নুর নবী জনিঃ
-নারায়নগঞ্জে আদালত পাড়ায় বিভিন্ন মামলার জব্দকৃত মোট ৫৪ লাখ ৮৭ হাজার টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। 

গতকাল সোমবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল’র উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে এ মাদক দ্রব্য ধ্বংস করা হয়।

এসময় ২৪ হাজার ৮৪৪ পিস ইয়াবা,২০ গ্রাম হিরোইন, ১ হাজার ৩৭ বোতল ফেন্সিডিল, ২৩২ কেজি ২৮ গ্রাম গাঁজা, ১০৫ লিটার চোলাই মদ, ৭০ ক্যান বিয়ার, ৩০২ বোতল বিদেশী মদ ও নেশা করার সময় ব্যবহিত ২ টি ইনজেকশন ধ্বংশ করা হয়।

মাদক ধ্বংসকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুর রহমান জানান, মাদক সমাজকে ধ্বংস করছে বিধায় মাদক সমূলে ধ্বংস করতে হবে। মাদকাসক্ত ব্যক্তি সমাজের জন্য অভিশাপ। একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তিই যথেষ্ঠ। তাই মাদক নিমূলে সমাজের সকল স্তরের লোকজনের সহযোগীতা কামনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,শাফিয়া শারমিন,ইমরান মোল্লা, নূর মহসীন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, কোট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান প্রমূখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments