Sunday, August 31, 2025
Google search engine
Homeঅপরাধনারায়ণগঞ্জ প্রেসক্লাবে দখলের অভিযোগ , আহত ৫ সাংবাদিক, আটক ১

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে দখলের অভিযোগ , আহত ৫ সাংবাদিক, আটক ১


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
-ঐতিহ্যবাহী নারায়নগঞ্জ প্রেসক্লাবে হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় প্রেসক্লাবে সাবেক সাধারন সম্পাদক ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি সহ অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় রনি নামে এক জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর একটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

নারায়নগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন জানায়, দুুপুর একটার দিকে ২০ থেকে ২৫ জনের একদল দুর্বৃত্ত ক্লাবের পাঁচতলায় উঠে হামলা ও ভাংচুর করে। এ সময় ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা তাদের বাঁধা প্রদান করলে সাংবাদিকদের উপর হামলা করে।

 এ সময় সাংবাদিক ইউনিয়ন নারায়ণঞ্জ শাখার সভাপতি ও আমার দেশ পত্রিকার সাবেক স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় মাসুদ রানা রনি নামে এক জনকে আটক করেছে বলে জানায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম। আটককৃত রনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এর ঘনিষ্ট সহযোগী। হামলায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments