Thursday, July 31, 2025
Google search engine
Homeনারায়ণগঞ্জনাসিক ১৯/২০ নং ওয়ার্ড ও কলাগাছিয়া ইউনিয়নের গ্যাস সংকট নিরসনে তিতাসের কাজ...

নাসিক ১৯/২০ নং ওয়ার্ড ও কলাগাছিয়া ইউনিয়নের গ্যাস সংকট নিরসনে তিতাসের কাজ শুরু


বন্দর প্রতিনিধিঃ
– নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা গ্যাস সমস্যার সমাধানে মানববন্ধন, র‍্যালী, সমাবেশ এবং পত্র- পত্রিকায় লেখালেখি কম হয়নি। 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর ও সমাজ সেবক আলহাজ্ব আলমগীর হোসেন (এমএসসি) পৃথক পৃথক ভাবে তিতাস গ্যাস কোম্পানিতে দরখাস্ত প্রেরণ ও দৌড়ঝাপ কম করেননি। বিভিন্ন ওয়ার্ডের নিজ নিজ এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং ১০ টাকার মানবসেবার সভাপতিও র‍্যালী, মানববন্ধন সমাবেশ করেছেন। এরই ফলশ্রুতিতে দীর্ঘ পরিশ্রমের বিনিময়ে ৫ নভেম্বর মঙ্গলবার তিতাস গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ ও ইঞ্জিনিয়ার কাজ করার জন্য বন্দরে আসেন এবং দীর্ঘক্ষণ উপস্থিত থেকে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।  

সকাল থেকেই তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ, ইসলামপুর, ২০ নং ওয়ার্ডের মাহমুদনগর, বেপারীপাড়া, দড়ি সোনাকান্দা, সোনাকান্দা, ২১ নং ওয়ার্ডের ত্রিবেণী ব্রীজ এলাকার বেশ কয়েকটি স্থানে সংস্কার কাজ শুরু করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর, সমাজসেবক আলহাজ্ব  আলমগীর হোসেন (এসএসসি), ১৯,২০ ও ২১ নং ওয়ার্ড সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি নওশাদ, বন্দর থানা প্রেসক্লাবে সভাপতি সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু, কন্ট্রাক্টার মাহবুব হোসেন প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments