Friday, October 24, 2025
Google search engine
Homeরাজনীতিপ্রতিটি খাতে উন্নয়নের ছোঁয়া লেগেছে: মন্ত্রী গাজী

প্রতিটি খাতে উন্নয়নের ছোঁয়া লেগেছে: মন্ত্রী গাজী

প্রতিটি খাতে উন্নয়নের ছোঁয়া লেগেছে: মন্ত্রী গাজী



মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ–রূপগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ জুন সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি রূপগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কে খোজ খবর নেন। চলমান উন্নয়ন কাজগুলো সঠিক ভাবে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেন।

স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, যেখানে দুর্নীতি আছে সেখানে উন্নয়ন নেই। সবাইকে দুর্নীতির উর্ধ্বে থেকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। কোথায় কোন কাজ দরকার সেটা চিহ্নিত করতে হবে। রূপগঞ্জের কোনো কাজ বাদ যাবে না। শেখ হাসিনার নেতৃত্বে রূপগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে । অনেক উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে ,ভবিষ্যতে আরো উন্নয়ন হবে। সবাইকে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি খাতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার যে বাজেট দিয়েছেন তাতে প্রত্যেকটা খাতে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

 

এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভুঁইয়াসহ অনেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments