Thursday, July 31, 2025
Google search engine
Homedhakaবইমেলায় পাওয়া যাচ্ছে সবুজ সুলতানের 'শহরজুড়ে তোমার মায়া'

বইমেলায় পাওয়া যাচ্ছে সবুজ সুলতানের ‘শহরজুড়ে তোমার মায়া’

সবুজ সুলতানের প্রথম বই” শহরজুড়ে তোমার মায়া ” 

বইটি প্রকাশ করেছে নবকথন প্রকাশনী।

সবুজ সুলতানের ‘শহরজুড়ে তোমার মায়া’ বইটির প্রকাশক মোশাররফ হোসেন নীলয়। আর প্রচ্ছদ করেছেন আভা তাজনোভা ইরা। নামলিপি করেছেন ফারহান শিব্বির।

অমর একুশে বইমেলা-২০২৫ এ সোহরাওয়ার্দী উদ্যানে ৭৭৩ এবং ৭৭৪ নম্বর স্টল ও খুলনা বইমেলায় পাওয়া যাচ্ছে বাক আবৃত্তি অনুশীলন চক্র স্টলে কবিতার এ বইটি। এছাড়া অনলাইনে রকমারি ডটকম, বুকলেট ডটকম, আমার বই ডটকম থেকেও সহজে অর্ডার করে বইটি কিনতে পারছেন পাঠকরা। হার্ডকভার বইটির মুদ্রিত মূল্য ২৪০ টাকা।

‘শহর জুড়ে তোমার মায়া’ বইটির লেখক সবুজ সুলতান বলেন, ‘স্কুলজীবন থেকেই শখবশে লেখালেখি করতে করি। বিভিন্ন সময় বেশ কিছু কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয় যে কারণে লেখালেখির প্রতি আগ্রহ কিছুটা বেড়ে যায়। ভালোলাগা ও পছন্দের কিছু লেখা কবিতা দিয়ে বইটি সাজিয়েছি। ভালোবাসার প্রতিটি কবিতা অত্যন্ত জীবনঘনিষ্ট। আশা করি পাঠক নিজের জীবনের প্রতিচ্ছবি পাবেন কবিতাগুলোতে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments