নিউজ ডেক্সঃ-
বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টোটাল ফ্যাশনের শ্রমিকগন।
বুধবার বেলা ১২ টায় বন্দর মালিভিটা এলাকায় সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে মহাসড়কের দুপাশ লাঙ্গল বন্দর থেকে চিটাগাং রোড এবং লাঙ্গলবন্দর এলাকা থেকে ভবের চর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের আস্বস্ত করলে মহাসড়ক থেকে সরে যায় তারা পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এসময় শ্রমিকরা জানান, তাদের সকল বকেয়া পরিশোধ এবং নোটিশ ছাড়া শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে। যদি সময় অনুযায়ী বকেয়া পরিশোধ না করা হয় তাহলে আবারও আমরা রাস্তায় নামতে বাধ্য হব।
কারখানার এডমিন ম্যানেজার কবির হোসেন জানান, বকেয়া পরিশোধ করা হবে। শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের আস্বস্ত করলে শ্রমিকরা তা মেনে মহাসড়ক থেকে সড়ে যান, পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান,কোম্পানির কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে,তারা কয়েকদিনের মধ্যে শ্রমিকদের বেতন বকেয়া পরিশোধ করে দিবে।সময় অনুযায়ী বকেয়া পরিশোধ না করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।