Thursday, October 30, 2025
Google search engine
Homeজাতীয়বঙ্গবন্ধুর জন্মদিনে সোনারগাঁওয়ে উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের "হরিহরদি সেতু"

বঙ্গবন্ধুর জন্মদিনে সোনারগাঁওয়ে উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের “হরিহরদি সেতু”


বঙ্গবন্ধুর জন্মদিনে সোনারগাঁওয়ে উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের “হরিহরদি সেতু”


আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলাকে বদলে দেওয়ার মহানায়ক,দুই দুইবারের নির্বাচিত সংসদ সদস্য,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য  লিয়াকত হোসেন খোকার হাত দিয়েই উদ্বোধন হতে যাচ্ছে সোনারগাঁওয়ের ৩টি ইউনিয়নের ৪০ গ্রামের হাজার হাজার মানুষের দীর্ঘ প্রতিক্ষিত স্বপ্নের হরিহরদি সেতু। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিনে সোনারগাঁও বাসীর উপহার হিসাবে ইতিহাসে লেখা থাকবে এই সেতুর নাম। সনমান্দি ইউনিয়নের হরিহরদি বাজারের পাশ থেকে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে জামপুর ইউনিয়নের মুছারচর এলাকাকে যুক্ত করেছে এই ব্রীজ। এই ব্রীজ দিয়ে বারদি ইউনিয়নের অনেক লোকজন যাতায়াত করবে। 

৬ কোটি ৬৭ লক্ষ ৯৯ হাজার টাকায় ৯৯ মিটার দৈর্ঘ্যের এই ব্রীজটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) IRIDP-2 প্রকল্পের মাধ্যমে ব্রীজের কাজটি ২০১৮ সালের ৫ই মে ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও জনপ্রতিনিধি বৃন্দ। 

ব্রীজের এপ্রোচ রোড হতে কানেকটিং রোডে সংযোগ স্থাপন করতে উপজেলা প্রশাসন আরও ১০ লক্ষ টাকা বরাদ্দ করেন। এই ব্রীজ নির্মাণের ফলে এশিয়ান হাইওয়ে জ্যামে পড়া লোকজন বারদী হয়ে অথবা বাংলা বাজার দড়িকান্দি হয়ে উপজেলায় পৌছতে পারবে।

বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় ব্রীজের উদ্বোধনের সংবাদে এলাকায় উৎসবের আমেজ,ব্রিজের উপর জ্বলছে রংবেরঙের বাতি।

বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ব্রীজের উদ্বোধন করবেন মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এসময় সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া,ভাইস চেয়ারম্যান বাবুল ওমর,মহিলা ভাইস চেয়ারম্যান  মাহমুদা আক্তার ফেন্সি,সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,জামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়া, উপজেলা প্রকৌশলী আরজুরুল হকসহ মহাজোট নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ উপস্থিত থাকবেন আরো অনেকে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments