Wednesday, October 29, 2025
Google search engine
Homeঅপরাধবন্দরের গকুলদাসের বাগের ইমন ৩ দিন ধরে নিখোঁজ

বন্দরের গকুলদাসের বাগের ইমন ৩ দিন ধরে নিখোঁজ


বন্দরের গকুলদাসের বাগের ইমন ৩ দিন ধরে নিখোঁজ


নিজস্ব প্রতিনিধিঃ

ইমাম হোসেন ইমন (২০) নামে এক যুবক ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিখোঁজ ইমন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের গকুলদাসের বাগের মোঃ শাহীন মিয়ার ছেলে। 

এ বিষয়ে বন্দর থানায় রবিবার রাতে একটি নিখোঁজ জিডি করা হয়েছে। যার নাম্বার-৮১৫। জিডির প্রেক্ষিতে শাহীন মিয়া জানান ‘ইমন সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় রবি মোবাইল কোম্পানীর এসআর হিসেবে কর্মরত। গত শনিবার বিকেল সাড়ে ৪টার পর ইমন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারে বহুবার যোগাযোগ করা হলেও দুটি নাম্বারই বন্ধ পাওয়া যায়। আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পরেও তার কোন হদিস না পেয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি করেছি। তার কোন সন্ধান পেলে উল্লেখিত গকুলদাসের বাগ এলাকায় বা ০১৮৬৮-৭২৫৭১৩ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি’। এদিকে জিডি করার পর ইমনকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বন্দর থানা পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments