Thursday, October 30, 2025
Google search engine
Homeঅপরাধবন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গ্রেফতার-৩

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গ্রেফতার-৩


বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গ্রেফতার-৩


এমডি অভিঃ-নারায়ণগঞ্জ বন্দরে ৪র্থ দিনের মতো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ১০ ফেব্রুয়ারী বেলা ১২টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালার বাগদোবারিয়া এলাকায় বেলা ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়।


অভিযানের সময় দুটি  কয়েল কারখানার অবৈধ গ্যাস বিচ্ছিন্ন ও বিআরবি আল মদিনা ব্রিক ফিল্ড নামে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আবাসিকের প্রায় ৮শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বাগদোবারিয়া এলাকা থেকে আক্তার হোসেন (৫০), হাবিবুর রহমান (৫৬) ও বিজয় (২২) নামের তিন অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীকে গ্রেপ্তার করা হয়।


বন্দর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ফাতেমাতুজ জোহরা নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে অভিযানে নেতৃত্ব দেন। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ম্যানেজার মেজবাউর রহমানসহ উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু প্রস্তুতি চলছে বলে থানার ডিউটি অফিসার সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments