Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅপরাধবন্দরে এলজিইডি অফিসে দুদকের হানা, প্রকল্পের নথিপত্র জব্দ

বন্দরে এলজিইডি অফিসে দুদকের হানা, প্রকল্পের নথিপত্র জব্দ


মোঃ নুর নবী জনিঃ-
দুর্নীতি দমন কমিশন (দুদক) নারায়ণগঞ্জ টিম বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালিয়েছেন। 

দুদকের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান ও শরিফুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয়।

অভিযান শেষে দুদকের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান জানান, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে। গত ৫ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বর্তমানে চলমান প্রকল্পগুলোর তথ্য চাওয়া হয়েছে। এসব প্রকল্পে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই তারা এই অফিসে এসেছেন বলে তিনি জানান। 

তিনি আরো জানান, বন্দর এলজিইডি অফিসে কাজের পরিধি অনেক বেশি। তাই বিভিন্ন প্রকল্পের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনে ভবিষ্যতে আবারও এই অফিসে আসা হবে।

এদিকে, দুদক দলের এই অভিযান প্রসঙ্গে বন্দর উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী শামসুর নাহার বলেন, দুদকের একটি দল তাদের অফিসে এসেছিল এবং বর্তমান চলমান ও বিগত ৫ বছরের উন্নয়ন কাজের তথ্য জানতে চেয়েছে। তিনি জানান, তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রকল্পের তথ্য সরবরাহ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও দুদক নারায়ণগঞ্জ টিম বন্দর এলজিইডি অফিসে অভিযান চালিয়েছিল এবং বিভিন্ন প্রকল্পের নথিপত্র সংগ্রহ করেছিল। আজকের এই দ্বিতীয় দফা অভিযানে আরও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে, যা বন্দর এলজিইডি অফিসের উন্নয়ন কর্মকাণ্ডে দুর্নীতির অনুসন্ধানে আরও গতি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments