Friday, August 1, 2025
Google search engine
Homeঅপরাধবন্দরে চাচার কবলে এতিম ভাতিজিদের সম্পত্তি। ফেরত পেতে আর্তনাদ

বন্দরে চাচার কবলে এতিম ভাতিজিদের সম্পত্তি। ফেরত পেতে আর্তনাদ


বন্দর প্রতিনিধি:
 নারায়ণগঞ্জের বন্দরে এতিম ভাতিজীদের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে আপন চাচার  বিরুদ্ধে। পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে  বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ, মানববন্ধন, সাংবাদিক সন্মেলন করেও কোন সুফল পাচ্ছে না  ভূক্তভোগী সেলিনা আক্তার ও হাসনা বানু। উল্টো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে  ভুক্তভোগী  ও তার পরিবার। 

 নিজের পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সামাজিক ভাবে একাধিক বার এবং  বন্দর থানা ও এই বিষয়ে শালিস বসলে প্রতিবারই  আব্দুল আজিজ এতিম ভাতিজীদের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও   পরবর্তীকালে আবার তাল বাহানা শুরু করে। বন্দর বারৈখালি এলাকার মৃত আব্দুল লতিফ মিয়ার  দুই মেয়ে সেলিনা ও রোকেয়া আক্তার এ ব্যাপারে সংসদ সদস্য সেলিম সহ পুলিশ সুপারের হস্তক্ষেপ  কামনা করেছে।    সরেজমিনে গিয়ে জানা যায় মৃত আব্দুল লতিফ তার তিন মেয়েকে  ছোট এবং ছেলে মাতৃগর্ভে থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন। আব্দুল লতিফের সম্পত্তি তার ভাইয়েরা আব্দুল আজিজ ,আব্দুল মজিদ ও  আব্দুল আউয়াল দেখা শুনা করতো। কিন্তু বেশ কয়েক বছর যাবত ভুক্তভোগী আব্দুল লতিফের মেয়েরা চাচাদের কাছ থেকে  পৈত্রিক  সম্পত্তি বুঝে নিতে চাইলে চাচাদের প্রকৃত রুপ প্রকাশ পায়। এতিম ভাতিজিদের সম্পত্তি গ্রাস করার জন‍্য চাচারা হিংস্র হয়ে উঠে। যে সম্পত্তি নিয়ে স্থানীয় চেয়ারম্যান,  বন্দর থানায় একাধিকবার বসেও কোন সুফল পাননি।  সুষ্ঠ বিচারের জন্য বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, সহকারী কমিশনার ভূমি (বন্দর), বন্দর থানায় অভিযোগ দায়ের করেন। সম্পত্তির জন্য তারা মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করিও এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments