Tuesday, October 28, 2025
Google search engine
Homeঅপরাধবন্দরে পূর্ব শত্রুতার জের ধরে মামুনকে কুপিয়ে জখম

বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে মামুনকে কুপিয়ে জখম


বন্দর প্রতিনিধি:
বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে মামুন (১৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। 


মঙ্গলবার (২৪ অক্টোবর) পোনে ৯ টার দিকে বন্দর কবরস্থান রোডে মাদ্রাসার পিছনে এ ঘটনা ঘটে। আহত মামুন একরামপুর সিএইচডি এলাকার নজরুল মিয়ার ছেলে। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এঘটনায় মঙ্গলবার রাতে আহতের মা রহিমা বেগম বাদি হয়ে ৪জনের নাম উল্লেখ সহ আরও ৮/১০জনকে অজ্ঞাতনামা করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 


অভিযুক্তরা হলেন: বন্দর স্বল্পেরচক (সিদ্দিকনগর) এলাকার নুর মোহাম্মদ মিয়ার ছেলে আল আমিন (২৭), একই এলাকার আব্দুল্লাহ এর ছেলে সুমন (৩২), সেরু মিয়ার ছেলে সজিব (২০) ও কাউছার।    


জানা গেছে, তুচ্ছ বিষয় নিয়ে দীর্ঘদিন বিবাদীদের সঙ্গে বিরোধ চলছে। মঙ্গলবার পোনে ৯ টার দিকে বাড়ি ফিরছিলেন। বন্দর কবরস্থান রোডে মাদ্রাসার পিছনের পথে আগে থেকে ওত পেতে থাকা আল আমিন, সুমন, সজিব ও কাউছার সহ প্রতিপক্ষের ৮/১০জন ধারালো অস্ত্র দিয়ে মামুনকে কুপিয়ে জখম করেন। তার সঙ্গে থাকা একটি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেন। পরে স্থানীয়রা মামুনকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments