Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅপরাধবন্দরে সিএসডিতে সরকারি খাল দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ আসমার বিরুদ্ধে

বন্দরে সিএসডিতে সরকারি খাল দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ আসমার বিরুদ্ধে


বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
: নারায়ণগঞ্জের বন্দরে সরকারি খাল দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে একরামপুর সিএসডি এলাকার জিল্লুর গংদের বিরুদ্ধে। তবে যে জায়গায় পাকা ঘর নির্মাণ করা হচ্ছে এটি সরকারি খাল নয়, তাদের নিজস্ব জমি দাবি করে আসমা বেগম।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ একরামপুর সিএসডি সরকারি খাল দখল করে পাকা বাড়ি নির্মাণ করছেন স্থানীয় একরামপুর এলাকার জিল্লুর রহমান এর বোন আসমা বেগম। এরই মধ্যে খালের অংশ দখল করে বাড়ি নির্মাণ করছেন।

জিল্লুর রহমান এর ভাই পারভেজ এর দাবি এটি সরকারি খাল নয়, তাদের নিজস্ব জমি। এই জায়গা নিয়ে ২১বছর যাবৎ মামলা চলছিল। দীর্ঘ ২১ বছর পর আদালত আমাদের জায়গা লিখে দিয়ে দখল বুঝিয়ে দিয়েছে। এখানে তিন বোনের ওয়ারিশের জায়গা তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি। সেখানেই তিনি পাকা ঘর নির্মাণ করছে। এখানে যদি সরকারি খালের জায়গা নেই এটি আমাদের জায়গা। এখানে অনেকেই জায়গা দখল করে রেখেছে, এগুলোর বিষয় তো কিছু হয়না। যদি সরকারি জায়গা হয়ে থাকে সরকার যখন চাইবে জায়গা দিয়ে দিবো। তাছাড়া পানি চলাচলের ব্যবস্থা তোর আছেই। এখানে কোনো সরকারি জায়গা নেই।

পাকা ঘর নির্মাণকারী আসমা বেগম জানান, এটি আমাদের জায়গা, আমাদের জায়গাই আমরা বাড়ি করছি। যদি সরকার মনে করে জায়গা তাদের লাগবে আমরা ছেড়ে দিবো।

তবে স্থানীয় লোকজন বলছে, এটি সরকারি খাল। এক সময় প্রবাহমানও ছিল। তবে অব্যাহত দখল ও দূষণে খালটি অস্তিত্ব সংকটে পড়েছে।

স্থানীয় জানান, এই খাল দিয়ে নৌকা চলতো। অনেক জেলে এ খাল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। এখন আর দেখে বুঝার উপায় নেই এখান দিয়ে খাল প্রবাহিত হয়েছিল। বর্তমানে দখলদাররা রাতারাতি পাকা ভবন,দোকানঘর নিমার্ণ করে খালের অংশ দখল করে রেখেছেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফিজুর রহমান জানান, লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments