Thursday, July 31, 2025
Google search engine
Homeধর্মবন্দর উপজেলায় পূজা মণ্ডপ এর নিশ্ছিদ্র নিরাপত্তায় আনসার ভিডিপি

বন্দর উপজেলায় পূজা মণ্ডপ এর নিশ্ছিদ্র নিরাপত্তায় আনসার ভিডিপি


এমএনএ আজাদ
: যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। প্রতি বছরের ন্যায় এই উৎসবকে অত্যন্ত নির্ভয়ে এবং নির্বিঘ্নে করার লক্ষ্যে বন্দর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় ২৬ টি পূজা মন্ডপে ১৮৬ জন আনসার ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করেছে।

উৎসবটি ৯ অক্টোবর মহা ষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে ১৩ অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে। কিন্তু ২৬ টি মন্ডপের আইন শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র  মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় পূর্ব থেকেই অর্থাৎ ৬ অক্টোবর থেকেই আনসার ভিডিপি সদস্যরা মোতায়েন রয়েছে। 

১০ অক্টেবর বৃহস্পতিবার পূজার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সম্মানিত জেলা কমান্ড্যান্ট মো. জাহিদ হোসেন, আনসার ও ভিডিপি নারায়ণগঞ্জ মহোদয় বন্দর উপজেলার বিভিন্ন  পূজা মন্ডপ পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তিনি বিভিন্ন মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে কথা বলেন এবং আইন শৃঙ্খলার ব্যাপারে সার্বিক খোঁজ খবর নেন। তিনি সকলকে আশ্বস্ত করেন যে, যেকোন নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় আনসার ও ভিডিপির সদস্যরা ২৪ ঘন্টা তৎপর রয়েছে। তিনি নিরাপত্তায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের সাথেও কথা বলেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলার সার্কেল অ্যাডজুট্যান্ট মো. মিজানুর রহমান চৌধুরী, বন্দর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আরিফ হোসেন এবং উপজেলা প্রশিক্ষক ওমর ফারুক ও বিভিন্ন পর্যায়ের আনসার কমান্ডারবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments