Wednesday, July 30, 2025
Google search engine
Homedhakaবাংলাদেশ রিপাবলিক পার্টি'র আত্বপ্রকাশে সংবাদ সম্মেলন

বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্বপ্রকাশে সংবাদ সম্মেলন


মোঃ নুর নবী জনিঃ-

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন ও ন্যায়ের ভিত্তিতে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে “সবার উপরে দেশ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। 

বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় নেক্সাস ক্যাফে বারিধারা ডিপ্লোমেটিক জোনে সংবাদ সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার (অবঃ) মেহেদী হাসান, মেজর (অবঃ) মোঃ রাজিবুল হাসান, মোঃ সেলিম প্রধান, কৃষিবিদ মন্জুরুল ইসলাম, মেজর (অবঃ) রাকিবুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা ইউনিভার্সিটি নেতা সাজ্জাদ হোসেন ইউনুস, শ্রমিক নেতা মোঃ শাহাদাৎ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী আনিকা তাসনিম খাঁন, বাংলাদেশ মহাজীর ওয়েলফেয়ার এন্ড ডেভলপমেন্ট কমিটির সভাপতি মোঃ আয়েজ আহমেদ সিদ্দিক, মোঃ আবুল হাসনাত, ক্যাপ্টেন (অবঃ) মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। 

এ সময় লেফটেন্যান্ট কমান্ডার (অবঃ) মেহেদী হাসান লিখিত বক্তব্য বলেন, বাংলাদেশ রিপাবলিক পার্টি গঠনের পেছনে রয়েছে সেই ঐতিহাসিক জুলাই আন্দোলনের অনুপ্রেরণা। যেখানে ছাত্র-জনতার দুর্বার আন্দোলনে প্রায় দুই হাজার শহীদ ও ত্রিশ হাজারের বেশি আহত হন। এবং আপামর জনসাধারণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন একটি সুবিচারভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে। কিন্তু আজ সেই বিপ্লবের চেতনা চরম হুমকির মুখে। ফ্যাসিবাদী শক্তি চোখ রাঙ্গাচ্ছে ও বিভিন্ন নামে বার বার ফিরে আসার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, গত জুলাই অভ্যুত্থানে দেখেছি কিভাবে আবু সাঈদ, মীর মুগ্ধ ফাইয়াজরা ফুৎকার দিয়ে উড়িয়ে দিয়েছে ফ্যাসিস্টদের সকল হুমকি ও ভীতি। নিজেদের জীবনের পরোয়া না করে রাজপথে অকাতরে ঢেলে দিয়েছে বুকের তন্ত্ররক্ত। এভাবেই দিকে দিকে শহীদদের মৃত্যুকে আলিঙ্গন করার তীব্র ইচ্ছাশক্তির কাছে প্রথমে পরাজিত হয়। ‘ভয়’, আর সংক্রামক ব্যাধির মত দিক দিগন্তে ছড়িয়ে পড়ে ‘সাহস’। সবশেষে পরাজিত হয় দানবীয় ফ্যাসিস্ট শক্তি, ব্যাপিত হয় নতুন বাংলাদেশের বীজ। পুরো জাতি ঐক্যবদ্ধ হয় একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্নে।

দায়িত্বশীলদের দায়হীন আচরণ ও কর্মের কারণে জনমনে আবারও ফ্যাসিস্ট জামানার ভীতি স্পষ্ট। জন আকাঙ্ক্ষা আজ উপেক্ষিত ও হুমকির মুখে।

এই প্রেক্ষাপটে আমরা কিছু দেশপ্রেমিক নাগরিক ন্যায্য অধিকার, ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র গঠন, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ (বিআরপি) নামের একটি নতুল রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। যা হবে গণমানুষের দল এবং জন আকাঙ্খার  প্রতিচ্ছবি। উক্ত দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান আগামী ২০ জুন ২০২৫ইং তারিখ রোজ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

আমরা সকল শ্রেণী-পেশার নাগরিকদের জুলাই অভ্যুত্থানের মন্ত্রে উজ্জীবিত হয়ে উক্ত আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলে দলে-স্বতঃস্ফূর্ত ভালে অংশগ্রহণের জন্য উদাত্ত আহবান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments