Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅন্যান্নবিগত সরকারের আমলে গাজী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ ছিল রূপগঞ্জবাসী - সেলিম প্রধান

বিগত সরকারের আমলে গাজী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ ছিল রূপগঞ্জবাসী – সেলিম প্রধান


মোঃ নুর নবী জনিঃ
-জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং পেপার্সের চেয়ারম্যান সেলিম প্রধান বলেছেন,আমাদের রূপগঞ্জ একটা পরিবার, এখানে কোন দল নেই। স্বৈরাচারের আগের যায়গায় দেশ যাবে না। রূপগঞ্জে সন্ত্রাসী চাঁদাবাজি করে যারা আমি কিন্তু ওদের লাইফ হেল করে দিবো। ওদের ভবিষ্যত খুব খারাপ হবে,সময় থাকতে এগুলো বাদ দিতে হবে।


বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা আদালতে জমি সংক্রান্ত একটি মামলার কাজে এসে সাংবাদিকদের তিনি এসব বলেন ।


তিনি বলেন, বিগত সরকারের আমলে আপনারা দেখেছেন গাজীর বাহিনী কীভাবে আমাকে আক্রমণ করত। গত পনেরো বছর এই সরকারের বিরুদ্ধে দল ছাড়া, সংগঠন ছাড়া কেউ যদি লড়াই করে থাকে তাহলে সেটা কিন্তু আমিই করেছি। আমাকে একের পর এক মামলায় জড়িয়েছে। আমি এই মামলায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছি।


গত পাঁচ আগষ্টের পর মনে হয়েছে দেশটা আমাদের, আমরা সবাই একত্রিত হয়েছি। এখন একেকজন একেক কথা বলে। কেউ বলে কালকে ইলেকশন দাও, কেউ বলে এটা লাগবে, ওটা লাগবে। সবার কাছে অনুরোধ, দেশটাকে আগের যায়গায় যেতে দিয়েন না। আপনাদের বুজতে হবে সবার আগে দেশ।


আজকে আমি এখানে জায়গার মামলার ইস্যুতে এসেছি। ড. ইউনুসকে আমরা পেয়েছি এটাই আমাদের কাছে বড় পাওয়া। গত ৫৩ বছর ধরে বলে গণতন্ত্র, কীসের গণতন্ত্র। আপনারা তো গণতন্ত্র দেখেননি। যে যেভাবে পেরেছে সেভাবে লুটে খেয়েছে। এটাই আমরা গত ৫৩ বছর দেখেছি।


তিনি বলেন, আমি ছাত্র জনতাকে ধন্যবাদ দিতে চাই। একসময় জেল থেকে বের হয়ে সবাই ওদের ধন্যবাদ দিয়েছে। আজ তারাই ওদের নামে বদনাম করে। আমাদের দেশের মানুষ স্বার্থ হাসিল হলে আর মানুষকে চেনে না। ড. ইউনুস যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের দেশের জন্য লাভ। সবার আগে দেশ, দল হল পরে।


আজকে ড. ইউনুসকে আমরা পেয়েছি এটাই আমাদের কাছে বড় পাওয়া। তিনি বলেন গত ৫৩ বছর ধরে বলতে শোনা যায় গণতন্ত্র, কীসের গণতন্ত্র। আপনারা তো গণতন্ত্র দেখেননি। যে যেভাবে পেরেছে সেভাবে লুটেপুটে খেয়েছেন। এটাই আমরা গত ৫৩ বছর দেখেছি।


আমি ছাত্র জনতাকে ধন্যবাদ দিতে চাই। একসময় জেল থেকে বের হয়ে সবাই ছাত্র জনতাকে ধন্যবাদ দিয়েছে। আজ তারাই ওদের নামে বদনাম করে। আমাদের দেশের মানুষ স্বার্থ হাসিল হলে আর মানুষকে চেনে না। ড. ইউনুস যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের দেশের জন্য লাভ। সবার আগে দেশ, তার পর হল দল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments