Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅপরাধমাদক বিক্রিতে বাঁধা দেয়ায় লাঙ্গলবন্দে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম, ভাংচুর...

মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় লাঙ্গলবন্দে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম, ভাংচুর লুটপাট


বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জ বন্দরে মাদক বিক্রি করতে বাধা দেয়ায় একই পরিবারের বাবা-ছেলে ও মেয়েকে  পিটিয়ে জখম করেছে মাদক কারবারিরা। 

গত বৃহস্পতিবার বিকালে লাঙ্গলবন্দ নগর এলাকায় খাজা আব্দুর  রশিদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটিয়েছে। হামলাকারীরা আহত খাজা আব্দুর  রশিদের ঘরের আসবাবপত্র ভাংচুর করে  নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও একটি মোটরসাইকেল সহ ৮ লাখ টাকার মালামাল  লুটে নিয়ে গেছে  মাদক কারবারি সিন্ডিকেট।  এ ঘটনায় আহত  জনি বাদী হয়ে মাঈনুল(২৬), পারভেজ(৩২), মিলন হোসেন(৫০), সহ ৬জনকে আসামি বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  বৃহস্পতিবার রাতে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেছেন। 

জানাগেছে, উপজেলা মুছাপুর ইউপির পিচকামতাল গ্রামের কানার বাড়ির ভারাটিয়া মিলন হোসেনের ছেলে মাঈনুল লাঙ্গলবন্দ নগর এলাকায় খাজা আব্দুর রশিদের বাড়ির সামনে দাড়িয়ে দাড়িয়ে ইয়াবা বিক্রি করে আসছিল। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সকালে  মঈনুলকে ইয়াবা বিক্রি করতে বাধা দেয় খাজা রশিদ। পরে  মঈনুল তার ভাই  পারভেজ ও মিলন হোসেন সহ ১০/১২ জন মিলে খাজা রশিদের  বসত বাড়িতে হামলা চালায়।  এসময় হামলাকারীরা  খাজা রশিদকে মারধর শুরু করলে বাবা বাচাতে তার  মেয়ে  রুজিনা (৩৫) এগিয়ে আসলে তাকেও এলোপাথারী কিল ঘুষি ও লাথি মারিয়া শরীরের বিভিন্নস্থানে নিলাফুলা জখম করে। একপর্যায়ে হামলাকারীরা বসত ঘরে অনধিকারে প্রবেশ করে  ঘরের আলমারীর ড্রেয়ার খুলে  রক্ষিত নগদ পাঁচ লক্ষ টাকা, ১ জোড়া স্বর্ণের জিনিস ও  FZ VX4 একটি মোটর সাইকেল ভাংচুর সহ  ৮ লাখ টাকার মালামাল লুটে নিয়ে মাদক কারবারি সিন্ডিকেট।  আহতদের স্থানীয় লোকজনের সহায়তায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছেন।  কামতাল তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম জানান,  অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।  এসময় ভাংচুরে ক্ষতিগ্রস্থ একটি মোটরসাইকেলটি  উদ্ধার করা হয়েছে।  বিষয়টি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments