Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅপরাধমিথ্যা বিজ্ঞাপন ও অসত্য তথ্য দিয়ে পণ্য বিক্রি, নড়াইলে ইউনিক ফ্যাশনকে ২০...

মিথ্যা বিজ্ঞাপন ও অসত্য তথ্য দিয়ে পণ্য বিক্রি, নড়াইলে ইউনিক ফ্যাশনকে ২০ হাজার টাকা জরিমানা


নড়াইল প্রতিনিধিঃ-
মিথ্যা বিজ্ঞাপন ও অসত্য তথ্য দিয়ে পোষাকজাত পণ্য বিক্রি করায় নড়াইলে ইউনিক ফ্যাশনসহ অন্য একটি শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার।

শনিবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের রূপগঞ্জ এলাকার কুন্ডু মার্কেটে অবস্থিত ইউনিক ফ্যাশন ও অন্য একটি শোরুমককে ২০ হাজার টাকা জরিমনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারি পরিচালক শামীম হাসান।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারি পরিচালক শামীম হাসান জানান,‘ঈদকে সামনে রেখে ক্রেতা-সাধারণকে মিথ্যা ও লোভনীয় বিজ্ঞাপনসহ মনগড়া ডিসকাউন্ট প্রদর্শন করে ক্রেতা সাধারণকে ঠকাচ্ছে ইউনিক ফ্যাশন আমরা তার প্রমাণ পেয়েছি। তাদের প্রতিষ্ঠানে ৫০% ও ৪০% ডিসকাউন্ট প্রদর্শনের বিপরিতে তারা আমাকে কোন কাগজপত্র দেখাতে পারেনি এবং পোষাকের গায়ে ট্যাগে বিভিন্ন অসত্য তথ্য দিয়ে প্রদর্শন করেছে। এর স্বপক্ষেও ওই দুটি প্রতিষ্ঠান কোন লিগাল ডকুমেন্টস আমাকে দেখাতে পারেনি। এসব অপরাধে এ দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তার অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ও ৪৫ ধারায় ২০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদের সর্তক করে দেয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।’ 

অভিযানে নড়াইল জেলা ক্যাবের সেক্রেটারী কাজী হাফিজু রহমান, ক্যাব সদস্য স্বপ্না রানী রায়, ক্যাব সদস্য হাসিবুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারি বিউটি খানম, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments